কোটালীপাড়ায় খাল দখল মুক্ত ও স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৭
কোটালীপাড়ায় খাল দখল মুক্ত ও স্থাপনা উচ্ছেদ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ খালের ৮টি বাঁধ কেটে দিয়ে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। এসময় খালের উপরে গড়ে ওঠা ৪টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।


শনিবার (২১ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করেন।


কুশলা গ্রামের সেকেন্দার আলী বলেন, প্রায় ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের দেবর-ভাবী মার্কেট, খান মার্কেটসহ বিভিন্ন স্থানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। দীর্ঘদিন পরে আজ উপজেলা প্রশাসনের অভিযানে খালটি দখলমুক্ত হলো। খাল দখলমুক্ত হওয়ায় আমরা স্থানীয় জনগণ আগামী দিনে ইরি-বোরো আবাদ ও গবাদিপশু পালনে উপকৃত হবো।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, আমাদের চলমান কাজের অংশ হিসেবে আজ কুশলা-রাধাগঞ্জ খালের ৮টি বাঁধ কেটে ১ কিলোমিটার খাল দখলমুক্ত করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে কোটালীপাড়া উপজেলার সকল খাল দখলমুক্ত করব। সাথে সাথে সরকারি জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।


বিবার্তা/শান্ত/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com