
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
২১ সেপ্টেম্বর, শনিবার দুপুরে সর্বজনীন কেন্দ্রীয় কালী বাড়িতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের অফিসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সিকদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। হায়রানী করতে ব্যবসায়ী ও পূজা উদ্যাপন পরিষদের নেতা মৃনাল কান্তি রায় চৌধুরী পপাকে এ মামলায় ৭ নং আসামি করা হয়।
কিন্তু ওই দিন কেন্দ্রীয় কালী বাড়িতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সদস্যদের শপথ অনুষ্ঠান ছিল। যেখানে মৃনাল কান্তি রায় চৌধুরী পপা উপস্থিত ছিলেন। অথচ তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। সেই সাথে সারা দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, বাড়ি-ঘর ও মন্দির ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিমল বিশ্বাস, দীপক বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক বিদু বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, সর্বজনীন কেন্দ্রীয় কালী বাড়ির সভাপতি রমেন্দ্রনাথ বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সঞ্জয়/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]