
রাজধানী মালিবাগ রেলগেটে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) নামা এক নারী নিহত হয়েছেন।
২০ সেপ্টেম্বর, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে ঢাকা রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মালিবাগ রেলগেটের পশ্চিম পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন , আশেপাশের লোকদের সঙ্গে কথা বলে জানতে পারি, মৃতা নারীকে কেউ চেনেন না তবে তিনি রেললাইন পারাপারের সময় তেজগাঁও এর দিক থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় জানা যায়নি। ওই নারীর পরনে ছিল কাল গোলাপি প্রিন্টের কামিজ ও লাল সাদা রঙের সালোয়ার। (সিআইডি) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় জানা যেতে পারে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]