
নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মোহন আলীকে (৩৮) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী দীর্ঘদিন পলাতক থাকার পরে শনিবার সন্ধ্যায় দমদমা এলাকায় একটি বাড়িতে তার সহযোগীদের নিয়ে তাঁস খেলা অবস্থায় স্থানীয় বিএনপির কিছু লোকজন তাকে ধরে থানায় সোপর্দ করে।
সেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলীর বিরুদ্ধে প‚র্বে সিংড়া উপজেলা প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও ইটালী ইউনিয়নের মারামারির দুইটি মামলা ছিল বলে জানা যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকবর আলী বলেন, আসামীকে বিনগ্রাম এলাকায় আনিসুর রহমানের দায়ের করা একটি মারামারির মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাজু/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]