
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২০ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল ও পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকাল কসবা থানাধীন রেললাইনে এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হলে কয়েকজন ছাত্র তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। তিন দিন চিকিৎসার পর ওই অজ্ঞাত ব্যক্তি শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন। ব্যক্তির পরিবারের কোনো খোঁজখবর মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
এদিকে, আগামীকাল শনিবার বাদ যোহর বেওয়ারিশ লাশের দাফন কাজ করা হবে বলে জানান, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]