
চুয়াডাঙ্গা রকি (২৭) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে শহরের মাস্টারপাড়া মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।
আহত রকি চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা। রকি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার দিকে শহরের পুজোতলা এলাকায় কয়েকজন যুবক রকির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রকিকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে রকির ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা।
পরবর্তীতে রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে নিরাপদস্থানে নিয়ে যান। তবে কে বা কারা মেরেছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে আহত রকি ও তার পরিবারের সাথেও কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন বলেন, কুপিয়ে আহত করারবঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পায়নি। হাসপাতালেও এমন তথ্য নেই। আমরা খোঁজ নিচ্ছি।
তিনি আরও বলেন, যারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর আছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
বিবার্তা/আসিম/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]