
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন ও ফুটপাতের হকার উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
১৮ সেপ্টেম্বর, বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও ছাত্রদের নিয়ে পুলিশের এ যৌথ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার মো. জাবেদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাফ্ফর হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানে শহরের বিভিন্ন পয়েন্টে যেসব লাইসেন্সবিহীন অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা প্রবেশ করেছে এগুলোকে জরিমানা করা হয়েছে। এছাড়া সড়কের দু,পাশে যেসব ভ্রাম্যমাণ হকার রয়েছে তাদেরকে উচ্ছেদ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. রুহুল আমিন বলেন, যৌথ অভিযান অব্যাহত থাকবে। অচিরেই শহর যানজট মুক্ত করা হবে।
অভিযান শেষে জেলা পুলিশ সুপার মো. জাবেদুর রহমান বলেন, যানজট মুক্ত শহর গড়তে অবাধে অবৈধ রিকশা চলাচল করতে দেওয়া হবে না। অবৈধ যানচলাচলের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]