
বিভিন্ন বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।
১৮ সেপ্টেম্বর, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনরত শিক্ষকদের পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে আসার দাবি জানান। সামনে তাদের পরীক্ষা, না হলে পরীক্ষার প্রস্তুতির ক্ষতি হবে বলেন শিক্ষার্থীরা। এসময় তাদের অভিভাবকেরাও শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাবার দাবি জানান।
এদিকে শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি অংশ ৬ জন শিক্ষককে অন্য জায়গায় বদলির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে।
বিবার্তা/আকঞ্জি/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]