এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় তারা এ মিছিল করেন। মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের এক দফা দাবি হলো- নার্সিং ও মিডিওয়াইফারি অধিদপ্তরের পরিচালক ও মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণপূর্বক এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করা।
তারা বলেন, এক দফা দাবির পাশাপাশি প্রফেশনাল বিসিএস চালু এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান দেয়ার দাবিও জানাচ্ছি।
রাজশাহী নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক ও রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক মনিরুল ইসলাম এবং সমন্বয়ক জহিরুল ইসলামের নেতৃত্বে চার শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ অংশ নেন। সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নার্সিং কলেজের শিক্ষক মনিরুল ইসলাম বলেন, নার্সিং পেশার স্বার্থে আমরা একজোট হয়ে মাঠে নেমেছি। দাবি আদায় হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে।
বিবার্তা/সোহানুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]