নেত্রকোনা সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাজ্জাদ সিদ্দিকী
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪
নেত্রকোনা সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাজ্জাদ সিদ্দিকী
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোনা সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাজ্জাদ সিদ্দিকী তারা। তিনি নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তাকে নির্বাচিত করেছে জেলা বাছাই কমিটি। নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও উপজেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


মো. সাজ্জাদ সিদ্দিকী তারা নেত্রকোনা সদর উপজেলার পৌর শহরের নেত্রকোনা সরকারি কলেজ রোড এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা সরকারি কলেজ থেকে বিএসএস ও আনন্দ মোহন কলেজ থেকে মাস্টার্স করেন।


২০০৩ সালে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সরাসরি তিনি প্রধান শিক্ষক হিসেবে ঠাকুরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর তিনি পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। এছাড়া তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।


কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক নানা কার্যক্রমে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ নানা কাজ করে যাচ্ছেন।


প্রধান শিক্ষক সাজ্জাদ সিদ্দিকী তারা বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।


বিবার্তা/জনি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com