শিক্ষকদের উপর উপজেলা মাধ্যমিক অফিসারদের হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯
শিক্ষকদের উপর উপজেলা মাধ্যমিক অফিসারদের হামলার প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালকের কার্যালয়ে শিক্ষকদের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের হামলা করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।


১৮ সেপ্টেম্বর, বুধবার দুপুরে নোয়াখালী জিলা স্কুলসহ বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।


বুধবার দুপুর ১২টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে আয়োজিত মানবন্ধনে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ ছাড়া নোয়াখালী বালিকা স্কুলেও একই সময় কর্মসূচি পালন করা হয়েছে।


শিক্ষকরা জানান, বিধি অনুযায়ী পদোন্নতি পেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার কথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে। কিন্তু সেসিপ প্রকল্প থেকে রাজস্ব হওয়া উপজেলা মাধ্যমিক অফিসাররা ডিজিকে বাধ্য করছে তাদের জেলা শিক্ষা অফিসার করতে। এ নিয়ে সরকারি মাধ্যমিক শিক্ষকরা মহাপরিচালকের কার্যালয়ে গেলে সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করে প্রকল্পের উপজেলা মাধ্যমিক অফিসাররা।


শিক্ষকরা জানান, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে বিধি বহির্ভূত সেসিপ প্রকল্প থেকে আসা উপজেলা মাধ্যমিক অফিসারদের জেলা মাধ্যমিক অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা বন্ধ করতে হবে। না হয় সারাদেশের সরকারি মাধ্যমিক শিক্ষকরা বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়বে।


এসময় উপস্থিত ছিলেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সিনিয়র সহকারী শিক্ষক মীর হোসেন, আমির হোসেন গাজী ও বেলাল হোসেন প্রমুখ।


বিবার্তা/ইকবাল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com