মোরেলগঞ্জ বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৬
মোরেলগঞ্জ বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।


১৭ সে‌প্টেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশুর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণ বিষয়ক সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এ ঘোষণা দেন।


উল্লেখ্য, জেলার মধ্যে এ উপজেলায় বাল্যবিবাহের হার ছিল সর্বোচ্চ।


ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা মিলিতা সরকার, স্বপন হালদার ও স্পন্সরশিপ সিস্টেম কর্মকর্তা এলিনা বৈদ্য।


সভায় বক্তারা বলেন, বাগেরহাট জেলার মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় বাল্য বিবাহের হার ছিল সর্বোচ্চ। ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচিতে তা নির্মূল করা সম্ভব হয়েছে। এ ছাড়াও দেশে শিশুদের জন্য খাদ্য অনিশ্চয়তা এবং অপুষ্টি একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।


সংস্থাটির চলমান কর্মসূচিতে আগামী ২০২৬ সালের মধ্যে সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও খাদ্য নিরাপত্তার মাধ্যমে বেড়ে উঠবে বলেও আশা প্রকাশ ক‌রেন কর্মকর্তারা।


বিবার্তা/রাজু/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com