'সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার'
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৯
'সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার'
বিশেষ প্রতিনিধি, রাজশাহী
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার। আগের পচা মালই যদি থাকে, আর এই অবস্থায় যদি নির্বাচন দেন সেই নির্বাচনে কোনো রেজাল্ট হবে? যেই অবস্থা ছিল তা-ই হবে। সেজন্য সময় দেওয়া দরকার। তবে সময় এত পরিমাণ না নেওয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে, বোধহয় জনগণের ভোটে নির্বাচিত আর কোন সরকার হবে না। এরকম হলে ক্ষতি হবে, যার অতীত উদাহরণ আছে।


সোমবার দুপুরে রাজশাহী নগরীতে একটি মিলনায়তনে সীরাতুন্নবী (স:) উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা:) এর আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।


অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জঙ্গিবাদকে খতম করার জন্যই ইসলাম পৃথিবীতে এসেছে । যারা অপপ্রচার করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আল্লাহ দুনিয়াতে তাদের বিচার যেমন করেছেন আখেরাতেও করবেন। বিচার তাদের হতেই হবে, দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে তারা বাধ্য। তারা ইসলামকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামকে তারা কলঙ্কিত করতে পারে নাই, পারবে না, বরং নিজেরাই কলঙ্কিত হয়ে বিদায় হয়েছে।


জামায়াতের নায়েবে আমির আরও বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ গড়তে হবে। যার মধ্যে আল্লাহর ভীতি ও ঈমান নেই, প্রশাসনে এমন লোক না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদেরকে গোলামীর রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যার মধ্যে তাকওয়া এবং ঈমান আছে এমন লোককে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে।


রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মো. কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এমাজউদ্দিন মন্ডলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. একেএম আব্দুল লতিফ, প্রফেসর ড. মাসুদ আলম, বাংলাদেশ মজলিসুল মোফাসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. নাসির উদ্দিন হেলালী প্রমুখ।


বিবার্তা/বাবর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com