ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী দিশার বাঁচার আকুতি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৪
ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী দিশার বাঁচার আকুতি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আকিদা সুলতানা দিশা। সবেমাত্র ১০ম শ্রেণিতে পড়ছেন। পড়া লেখা শেষ করে নিজের পায়ে দ্বাড়ানোর স্বপ্ন দু‘চোখ জুরে। কিন্তু এরই মধ্যে মরণব্যাধী ক্যান্সার ঘিরে ধরেছে দিশাকে। গত ১০মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। শারীরিকভাবে চরম অসুস্থ্যতায় ভেঙ্গে পরলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবারের লোকজন। ফলে চোখের সামনেই তরুতাজা একটি প্রান ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তাই দিশার সু-চিকিৎসার জন্য সবার নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।


দিশা নওগাঁর রাণীনগর উপজেলার পাকুড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।


দিশার মা আদরি বিবি জানান, তার মেয়ে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন দিশা। হঠাৎ করেই গত ১০মাস আগে মাথা ঘুরে পড়ে যায়। এর পর থেকে ঘন ঘন গায়ে জ্বর আর মাথা ঘুরে পড়ে যাবার ঘটনা বাড়তে থাকে। স্কুলে অথবা প্রাইভেট পড়তে গিয়েও দিশা জ্ঞান হারিয়ে ফেলে। এর পর স্থানীয় চিকিৎসক দেখিয়ে শারীরিক দুর্বলতাসহ আনুসাঙ্গিক রোগের চিকিৎসা করে। কিন্তু এতে কোন উন্নতি না হওয়ায় গত চার মাস আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর পরীক্ষা নিরিক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পরে। এর পর ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করালে সেখানেও পরীক্ষা নিরীক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পরে। ধার দেনা করে যেটুকু টাকা নিয়ে ঢাকায় গিয়েছিলেন তা মাত্র কয়েকদিনের ব্যবধানে শেষ হয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন যত দ্রুত সম্ভব ভারতে নিয়ে চিকিৎসা করাতে। কিন্তু হতদরিদ্র এই পরিবার অর্থ অভাবে আর চিকিৎসাও করাতে পারছেন না আবার ভারতে নিয়ে যাবার প্রক্রিয়াও করতে পারছেন না। ফলে মেয়ের অসহ্য চরম যন্ত্রণা সহ্য করতে হচ্ছে পরিবারকে।


দিশার মা আদরি বিবি আরো জানান, তাদের সংসার জীবনে একমাত্র কন্যা দিশা। তাদের আর কোন সন্তান নেই। বাড়িতে মাথা গোঁজার মাত্র আড়াই শতক ঘরের জায়গা ছাড়া আর কোন জায়গাজমিও নেই। তিনি জানান, প্রতি মাসে অন্তত চার ব্যাগ করে রক্ত দিতে হচ্ছে। পাশাপাশি ওষুধ কিনতে হচ্ছে। মেয়েকে বাঁচাতে চারদিক থেকে ধার দেনা করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে।


মা আদরি বিবি বলেছেন, ভারতে চিকিৎসা করাতে যে পরিমাণ টাকা ব্যয় হবে তা যোগান দেয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই মেয়ের জীবন বাঁচাতে সবার নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। সহায়তা পাঠাতে বিকাশ নাম্বার-০১৭৩৩ ৭৯১২৫৬,নগদ একাউন্ট নাম্বার-০১৭২৬ ৯৮১৪৬১, জনতা ব্যাংক কর্পোরেট শাখা নওগাঁ-আদরি বিবি-একাউন্ট নাম্বার-০১০০২৫৮৯২৬৩৩৬, রাউটিং নাম্বার-১৩৫৬৪১২১৩।


বিবার্তা/সাহাজুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com