শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি টিয়া পাখি উদ্ধার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৪
শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি টিয়া পাখি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলামের বাড়ি থেকে (১২০টি) টিয়া পাখি উদ্ধার করা হয়।


এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রকৃতির সৌন্দর্যের ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।


পাখি শিকারি মো. রবিউল ইসলামকে (১০,০০০/-) দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। পাখি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন মোঃ তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ , চাঁপাইনবাবগঞ্জ ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তৌফিক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকার রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দিয়ে অবমুক্ত করা হয়। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান ও শিবগঞ্জ থানার পুলিশ সদস্যসহ অন্যরা।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com