সিলেটে মনজুর আহমদ (২৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি সিলেট মহানগর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় তাদের দলীয় আরেক কর্মী রুমেল আহমদকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
৮ সেপ্টেম্বর, রবিবার এশার নামাজের আগে বনকলা পাড়ার ভেতরে একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহত মনজুর ও রুমেলের বাসা বনকলাপাড়ার লাল-সবুজ আবাসিক এলাকায়।
গুরুতর আহত মনজুরকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত মনজুরের হাত ও পায়ের রগ কেটে ফেলে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনজুরকে ঢাকায় পাঠানো হয়েছে।
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, হামলার খবর মৌখিকভাবে শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]