জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৮
জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা।


শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি মোছা. সেলিনা বেগমের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা বলেন, যারা সরকারে রয়েছেন তারা অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের পদে আগের অবস্থানে ফিরে যাবেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।


বিবার্তা/ওসমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com