শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৭
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩
শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৭
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শেরপুর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের পাশে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।


ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে চারজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর ১০/১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৪/৫ জন শিশুও রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শেরপুর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের পাশে বিকট শব্দে দুটি মাইক্রোবাসের মুখোমুখি হয়। এ সময় যান দুটি দুমড়েমুচড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান।


শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com