পুঠিয়ায় নৈশপ্রহরীকে বেধে ১২ লক্ষ টাকার ডাল লুট
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৯
পুঠিয়ায় নৈশপ্রহরীকে বেধে ১২ লক্ষ টাকার ডাল লুট
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়ায় নৈশপ্রহরীকে বেধে ১৬০ বস্তা ডাল লুটের খবর পাওয়া গেছে৷


৮ সেপ্টেম্বর, রবিবার উপজেলার বেলপুকুর ইউনিয়ন ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার (আরএমপি) সামনে উত্তর পাশের ডাল মিলে এ লুটের ঘটনা ঘটে৷


স্থানীয়রা জানায়, শনিবার দিনগত রাত ৩ টার দিকে ১০ থেকে ১৫ জন মোখস পরা লোক মিলের সামনে এসে দুইজন নৈশ প্রহরীকে বেধে ১৬০ বস্তা ডাল লুট করে নিয়ে যায়, যার বর্তমান মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানান তারা।


এ বিষয়ে মিল মালিক মাহতাবের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।


বেলপুকুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মিলের মালিক পক্ষ থানায় এসেছে কিন্তু থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি৷ মিল মালিক পক্ষ নিজেরাই বিষয়টি দেখভাল করছেন। আমরা বিষয়টি এখন অবগত আছি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সোহানুর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com