রাজশাহীতে চিকিৎসক বুলবুলের বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৩
রাজশাহীতে চিকিৎসক বুলবুলের বিচার দাবিতে মানববন্ধন
রাজশাহী (বিশেষ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে চিকিৎসক বুলবুল হাসানের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।


শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বৈষম্যের শিকার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করে।


মানববন্ধনে বক্তারা বলেন, কর্তৃত্বপরায়ন নিপীড়ক ও ছাত্র আন্দোলন নিয়ে ষড়যন্ত্রকারী সাবেক অধ্যক্ষ নওশাদ আলীর সকল অপকর্মের সহযোগী ছিলেন ডা. বুলবুল হাসান।


শিক্ষার্থীরা বলেন, ডা. বুলবুল হাসান তদবির করে পাবনা মেডিকেল কলেজ ও নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ডিন পদ বাগিয়ে নেন। এখন তিনি রামেবির ভিসির পদ নেওয়ার জন্য বিভিন্ন মহলে ছোটাছুটি করছেন বলে আমরা জানতে পেরেছি। সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি ডা. বুলবুল হাসানকে রামেবিতে ভিসি পদ দেওয়া হলে, আবারও নতুন করে রামেবিতে তালা ঝুলানো হবে এবং ক্যাম্পাসে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে। এসময় রামেক শিক্ষার্থীরা স্বাস্থ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রামেবিতে দ্রুত একজন সৎ ও যোগ্য ভিসি নিয়োগ দেওয়ারও জোর দাবি জানানো হয়।


কর্মসূচিতে রামেকের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব রানা, মোজাম্মেল হোসেন, মাসুদ প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/বাবর/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com