
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষা-২০২৩ খ্রি এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল দশটায় গোমস্তাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর আয়োজনে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
জিন্নাউল আউয়াল (জিন্নাহ) সভাপতি উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এর সভাপতিত্বে, ও সারওয়ার হাবীব সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা কিন্ডার গার্টেন সমিতি এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসহাক আলী উপজেলা শিক্ষা অফিসার।
গৌরবময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান , অধ্যক্ষ রহনপুর মহিলা কলেজ, নাজমুল হুদা খান রুবেল , সভাপতি রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. মাসুদ রানা , সভাপতি, রহনপুর শিল্প ও বণিক সমিতি, আল মামুন ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স মারুফ ট্রেডার্সসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে গোমস্তাপুর উপজেলার ৩য় ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষা-২০২৩ খ্রি এর ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিবার্তা/লিটন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]