
চাঁপাইনবাঞ্জের গোমস্তাপুরে এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুম বিল্লাহ (২৪) এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ওই শিক্ষক স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় কর্মরত রয়েছে। সে একই ইউনিয়নের নগরপাড়ার সামিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ওই শিক্ষক বুধবার দুপুরে ওই শিক্ষার্থীকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/লিটন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]