
নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে হাসিনা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ আরো সাতজন আহত হয়েছে।
তাদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকী তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিপাশা মাসুদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নরসিংদী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা হাসনাবাদ পূর্বপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]