চট্টগ্রামে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১৮:২৪
চট্টগ্রামে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মরগাং গ্রামে ১৮ বছরের তরুণীকে ধর্ষণ ও সহযোগিতার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


২৭ আগস্ট, মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাজমুল (২৭), মো. রিয়াজ (২৮), মো. দুলাল (২৭) ও জামশেদ (২৪)।


রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমএ নাসের চৌধুরী বলেন, ৮ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. নাজমুল ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. রিয়াজ, মো. দুলাল ও জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।


রায়ের সময় মো. নাজমুল, মো. রিয়াজ ও জামশেদ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


মো. দুলাল রায়ের সময় অনুপস্থিত ছিলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com