
সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলায় কাটাগাং নামক স্থানে পাথর বোঝাই ট্রাক ও বাইকের সংঘর্ষে বাইক আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যাক্তির নাম নাইম আহমেদ (২২)। সে বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগষ্ট, শুক্রবার দুপুর ২ টা ৩০মিনিটের দিকে তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে ঢাকা হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
এ সময় সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৫৬০৫) কে ওভারটেক করতে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে ১০-১৫ ফুট দূরুত্বে নিয়ে ফেলে। পরে গুরুতর অবস্থায় নাঈমকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ টিম। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]