খাগড়াছড়িতে আ.লীগের ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১৮:৪৫
খাগড়াছড়িতে আ.লীগের ১৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির মানিকছড়ি থানায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সাবেক মেয়র রফিকুল আলমসহ ১৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরো ১০০/১৫০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়।


মঙ্গলবার (২০ আগস্ট) মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বাদী হয়ে মানিকছড়ি থানায় এ মামলা দায়ের করেন।


মানিকছড়িতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, নেতাকর্মীদের মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে বলে নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন।


তিনি জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় মোট ১৮৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও ১৫০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে উক্ত মামলায়। মামলার ঘটনায় তদন্ত চলামান রয়েছে বলেও তিনি জানান।


এ মামলায় আরো আসামি করা হয়েছে- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম,সহ-সভাপতি কংজরী চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মাটিরাঙা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাশেমসহ ১৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com