নবীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুনের অভিযোগ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১৫:৩৩
নবীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা নিয়ে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে।


১৯ আগস্ট, সোমবার সকালে গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহতের পরিবার জানায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামরে তাহের মিয়ার ছেলে আশকি মিয়ার বন্ধুত্ব ছিল। সম্প্রতি সুশান্ত আশিকের কাছ থেকে মোটর সাইকেল বিক্রির ৩০ হাজার টাকা পাওনা ছিল। বিষয়টি নিয়ে আশিক প্রায়ই সুশান্তকে হুমকি দিত। রবিবার রাতে আশিক সুশান্তকে টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরেনি। সকালে মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পাওয়া যায়।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসনে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com