ফেনী শহরের শাহীন একাডেমি এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি রুহুল আমিন।
আসামির কাছ থেকে ফেনী থানার লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি ।
গ্রেফতার ব্যক্তির নাম মো. রুবেল (৩৫)। সে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে ও যুবদলের সক্রিয় কর্মী।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে ফেনী মডেল থানায় লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় থানার অস্ত্রাগার থেকে অস্ত্র ও গুলি লুট করে নেয় তারা।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]