'বর্তমান পরিস্থিতিকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা যাবে না'
কোটচাঁদপুরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারান চন্দ্র বিশ্বাস
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ২২:৪২
'বর্তমান পরিস্থিতিকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা যাবে না'
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারান চন্দ্র বিশ্বাস বলেছেন, আ.লীগ সরকার পতনের পর সারাদেশে যে নৈরাজ্য ও সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা যায় না। কিছু দুষ্কৃতিকারী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এই সব ঘটনা ঘটিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।


রবিবার (১১ আগস্ট) বিকালে মেইন বাজারের কেন্দ্রীয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি শিক্ষক দিবস চন্দ্র সিংহের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক জাহিদুর জামান মনা।


এসময় তিনি বলেন, দল করতে হলে হাইকমান্ডের নির্দেশ মেনে চলতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজদের বিএনপিতে কোন জায়গা নাই। চাঁদাবাজি করলে কোনো ছাড় হবে না। সে যে দলেরই হোক। সনাতন ধর্মাবলম্বীদের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সনাতন ধর্মাবলম্বীদের জান মালের নিরাপত্তা দিতে হবে।


সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান শেখর, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, ঝিনাইদহ সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন বসু মুক্ত, জেলা বিএনপির সদস্য ইকরামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইঁয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com