সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রাজশাহীর সমন্বয়কদের মতবিনিময়
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ২১:১৬
সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রাজশাহীর সমন্বয়কদের মতবিনিময়
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।


১০ আগস্ট, শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


একই সঙ্গে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে রাজশাহীতে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন সমন্বয়কারীরারা।


এসময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল শামীম, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার সাইফুর রহমানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।


সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওসাজ হাসান মুন্না, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তারেব।


মতবিনিময়কালে সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশু বলেন, আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে। সুশাসন থাকবে। আপনারা সকলেই এগিয়ে আসুন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করতে চাই। আপনারা সরকারি চাকুরীজীবি হিসেবে কাজ না করে এই সময়ে অন্তত মানবিকতার জায়গা থেকে স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসুন এবং দেশের জন্য কাজ করুন।


প্রশাসনকে উদেশ্যে মিশু বলেন, আপনারা কোনো দলের লেজুড়বৃত্তি হয়ে কাজ করবেন না। এতদিন আপনারা স্বৈরাচারের লেজুড়বৃত্তি হয়ে কাজ করেছেন। তবে আগামীতে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি হয়ে কাজ করবেন না।


এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, দায় আমাদের সকলের আছে। তবে রাষ্ট্র সংস্কারের জন্য যে কাজ করা দরকার আমরা তাতে সর্বোচ্চ সহযোগিতা করবো।


শিক্ষার্থীদের উদেশ্যে জেলা প্রশাসক বলেন, অতিউৎসাহী যারা এখন হাততালি দিয়ে আপনাদের সাথে মিলিয়ে যাচ্ছে তাদের চিহ্নিত করুন এবং সতর্ক থাকুন। যে সকল পুলিশ নিয়ে বিতর্ক আছে তাদেরকে দূরে রেখে বাকিদের নিয়েই আমাদের নতুন যাত্রা শুরু হবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com