দীর্ঘদিন বন্ধ থাকার পর সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে নীলফামারীর ছয়টি থানা তাদের সব ধরনের কার্যক্রম চালু করেছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম।
১০ আগস্ট, শনিবার স্বাভাবিক হতে শুরু করেছে থানাগুলোর কার্যক্রম। এদিকে থানার সব ধরনের কার্যক্রম চালু হওয়া খুশী সেবা গ্রহীতারাও।
সেবা গ্রহীতারা বলছেন, দীর্ঘদিন থানার কার্যক্রম বন্ধ থাকায় নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন, কার্যক্রম আবার চালু হওয়ায় খুশি তারা। কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় সব জায়গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে বিশ্বাস তাদের। তারা মনে করেন, জেলার যে কয়টি থানা রয়েছে তার কোনোটিতেই কোনো ধরনের ভাঙচুর-অগ্নিসংযোগ বা হতাহতের ঘটনা ঘটেনি। তাই তারা আশাবাদী, দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ সেবাটা আবারও দিতে পারবে।
নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বলেন, শুক্রবার বিকেল থেকে আমাদের থানার কার্যক্রম শুরু হয়েছে। থানার ভিতরের সব ধরনের সেবা আমরা দিচ্ছি। তবে বাহিরের টহল আপাতত বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত চারটি অভিযোগ পড়েছে। এছাড়াও গতকাল রাতে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে তার আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]