রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবি: আরও ৫ শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১৯:৪০
রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবি: আরও ৫ শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর থেকে আরও পাঁচ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারে চলমান সহিংসতার জেরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির ঘটনায় এসব শিশুর মৃত্যু হয়।


এ নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) একদিনে পৃথক স্থান থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার হলো।


প্রসঙ্গত মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জেরে ফের বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এভাবে অনুপ্রবেশের সময় মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট সাগরে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনার পর দুপুরে প্রথম দফায় শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে আরও ২২ জন। এরমধ্যে আরও ৫ শিশুর মরদেহ গোলারচর সৈকতে ভেসে আসে। পরে স্থানীয়রা সৈকতে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার স্থানীয় এক মসজিদে নিয়ে আসে।


খবর পেয়ে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকা স্বজনরা মরদেহ নিয়ে যায় বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com