
নড়াইল সদর পৌরসভার বরাশুলা এলাকায় মাজেদ আলী খান ওরফে মাজে খান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত মাজে খান বরাশুলা গ্রামের জাফর আলী খানের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বরাশুলা এলাকায় মাজে খান কে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার অলোক কুমার বাগচী বলেন, মাজেদ আলী খানকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে এখন কিছু বলতে পারছি না। পরে বিষয়টির ব্যাপারে জানাবো।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]