
গাজীপুর মহানগরের টঙ্গীতে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গি পশ্চিম থানার আউচপাড়া সুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ নেতার নাম ইসমাইল হোসেন (৩৫)। তিনি টঙ্গি আউচপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় যুবলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ইসমাইল হোসেনকে বাসা থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গি পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়েশা আক্তার আশার ভাই।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]