
নরসিংদীতে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
৪ আগস্ট, রবিবার দুপুরে মাধবদী পৌরসভার বড় মসজিদ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান রয়েছে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন (৪০), স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর নাতি মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২), নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (৪০), আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন (৩৫) ও সজিব হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরাও সেখানে জমায়েত ছিলেন। আওয়ামীলীগ নেতাদের ধাওয়া করে আন্দোলনকারীরা।
ওই সময় আন্দোলনকারীরা মাধবদী বড় মসজিদের ভিতর অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]