তালায় সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল সমাবেশ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১৯:২৩
তালায় সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের মিছিল সমাবেশ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী বিএনপি, জামায়াত-শিবিরের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


৪ আগস্ট, রবিবার বিকালে তালা উপ-শহরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।


উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, শেখ আব্দুল হাই, মোজাফ্ফর রহমান, আতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, মীর মহাসীন, কাজী মারুফ, সৈয়দ জুনায়েদ আকবর, শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, মো. ইকবাল হোসেন, শেখ সাদী, বর্তমান সভাপতি মিলন রায়, সাধারণ সম্পাদক ফারদীন এহসান দ্বীপসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সেলিম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com