
ঝিনাইদহে থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, রবিবার (৪ আগস্ট) সকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পায়রা চত্ত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। পায়রা চত্ত্বরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকটি বিলবোর্ড ও ছাত্রলীগের টেন্ড ভাঙচুর করে তারা। পরে সড়ক প্রদক্ষিণের সময় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মহাসড়কে ব্যারিকেড দেয়। এ সময় ঝিনাইদহের উপর দিয়ে যাওয়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর বিক্ষোভকারীরা শহরের পোস্ট অফিসের মোড়ে এসে ঝিনাইদহ প্রধান ডাকঘর ভাঙচুর ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পরে তারা থানায় হামলা করা চেষ্টা করে।
পরে পুলিশ তাদের উপর অসংখ্য টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখানেও একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।
বিক্ষোভকারীদের ইটের আঘাতে ডিবি পুলিশের এসআই শরিফুজ্জামান আহন হন। এছাড়া শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মডার্ন মোড়, আরাপপুর বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থাকা আওয়ামী লীগের বিলবোর্ড, ব্যানারসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। যানবাহন-দোকানপাট বন্ধ রয়েছে।
এই ঘটনায় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]