
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।
৩ আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বহদ্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর থেকে নগরের নিউমার্কেট এলাকায় কোটাবিরোধী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিলটি মুরাদপুর থেকে বহদ্দারহাট এলাকায় পৌঁছনোর পর বহদ্দারহাট ফ্লাইওভারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে এক দল দুর্বৃত্ত মেয়র গলিতে ঢুকে পড়ে। তারা নানা স্লোগান দিতে থাকে।
সবশেষে মিছিলটি বহদ্দারহাটের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় মেয়র রেজাউলের বাড়ির নামফলক ও প্রবেশ গেটটি ভাঙচুর করা হয়।
চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী বলেন, ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র নিরাপদে আছেন।
বিবার্তা/লিমন/রোমেল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]