রাজশাহীতে সহিংসতা প্রতিরোধে সতর্ক আ. লীগ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০১:৩৪
রাজশাহীতে সহিংসতা প্রতিরোধে সতর্ক আ. লীগ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে চলমান সহিংসতায় বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজপাড়া থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা ।


৩১ জুলাই, বুধবার সকাল থেকে নগরীর কোর্ট স্টেশন মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা ।


রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুর সভাপত্বিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলীসহ রাজপাড়া থানার ৮টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ।


এসময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু বলেন, কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে সারাদেশ ব্যাপী বিএনপি-জামায়াতের যে নৈরাজ্য এর প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। আমরা এই ধরনের অপকর্মের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মাঠে থেকে সকল অপকর্মের দাঁতভাঙা জবাব দিব।


তিনি আরও বলেন, সব প্রকার গুজব প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে । দেশের চলমান নৈরাজ্য পরিস্থিতি তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়নবিরোধী অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।


এদিকে, সকাল থেকে মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।


বিবার্তা/রানা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com