
নাশকতা প্রস্তুতির মামলায় দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফকে আটক করেছে থানা পুলিশ সদস্যরা।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছিট আলোকডিহি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার আব্দুর রউফ উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের আলোকডিহি গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়ে পুলিশ বাদী হয়ে নাশকতার প্রস্তুতি বিষয়ে খানসামা থানায় দায়েরকৃত ২ টি মামলার এজাহার নামীয় আসামি ছাত্রদল নেতা আব্দুর রউফ। তবে এই দুটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ইতোপূর্বেই তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই প্রেক্ষিতে গোপন সংবাদে অভিযান চালিয়ে পলাতক আসামি আব্দুর রউফকে গ্রেফতার করে রবিবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]