
ফরিদপুরে ট্রাকচাপায় সুফলা (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
২৭ জুলাই, শনিবার সকাল ৮টার দিকে শহরের মামুদপুর বিসমিল্লাহ শাহ দরগা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুফলা শহরের দেওড়া মহল্লার গৌতম দাসের স্ত্রী।
নিহতের স্বামী জানান, তার স্ত্রীর ডায়াবেটিক থাকায় তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজ সকালেও হাঁটতে বের হলে বিসমিল্লাহ শাহ দরগার সামনে একটি ট্রাক পেছন থেকে তার স্ত্রীকে চাপা দেয়। এ সময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]