জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ১১ মামলা, গ্রেফতার আরও ১ জঙ্গি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১৭:২০
জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ১১ মামলা, গ্রেফতার আরও ১ জঙ্গি
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রুজু হয়েছে। এছাড়া আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।


২৬ জুলাই, শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জুয়েল ভূইয়া (২৬) নামে জেল পলাতক আরও এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এর আগে বিভিন্নস্থানে গ্রেফতার হয়েছে আরও ৩ জঙ্গি সদস্য। এখন পর্যন্ত জেল পলাতক ৯ জঙ্গির মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। এখন পর্যন্ত জেলা কারাগারসহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ১১ মামলায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ক্ষতিগ্রস্থ বিভিন্ন দফতর কর্তৃক আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশ সুপার আরও জানান, গত ১৯ জুলাই হামলার সময় জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্র ও ৭ হাজার গুলির মধ্যে এখন পর্যন্ত ৪৫টি অস্ত্র ও ১ হাজার ৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে ৯ জন গ্রেফতারসহ জেল পলাতক ৪৮১ কয়েদী থানা ও আদালতে আত্মসমর্পন করেছে।


বিবার্তা/কামাল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com