নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হবে: শিল্পমন্ত্রী
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৭:৩৫
নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনা হবে: শিল্পমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। এর জন্য সরকার দেশের সকল এজেন্সিকে ব্যবহার করেছেন। বিশেষ করে নরসিংদীর জেলখানায় যে নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য সরকার সেনা বাহিনী, পুলিশ বাহিনীসহ সরকারের প্রতিটি সেক্টরকে কাজে লাগিয়ে আজ পরিস্থিতি শান্ত করেছেন।


২৫ জুলাই, বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এক জরুরি আইন শৃঙ্খলা সভায় এসব কথা বলেন তিনি।


এসময় তিনি আরও বলেন, জেলখানায় যারা এই তাণ্ডব চালিয়েছে তারা দেশকে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটিয়েছে। সরকার


তাদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবে। এছাড়া আর কোনো পথ নেই। তবে জেলখানা থেকে জঙ্গি ছাড়া অন্যরা যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের মধ্যে ৪৬৫ জন আত্মসমর্পণ করেছে, ৪১ টি অস্ত্র উদ্ধার হয়েছে।


জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা


সিদ্দিকী রোজী, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিবার্তা/কামাল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com