রাজবাড়ীতে ১২ ঘণ্টা কারফিউ শিথিল
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৫:৩০
রাজবাড়ীতে ১২ ঘণ্টা কারফিউ শিথিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বৃহস্পতিবার (২৫ জুলাই) ১২ ঘণ্টা কারফিউ শিথিল করেছে প্রশাসন। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়।তবে রাত ৮ টার পর থেকে পরদিন সকাল ৮ টার পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।


বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। তিনি আরও জানান, এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজবাড়ী জেলার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে রাজবাড়ী জেলার সকল এলাকায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৪(১) ধারা অনুযায়ী ২৫ জুলাই থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি থাকবে এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে জরুরি পরিষেবা আওতার বাইরে থাকবে।


গত শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করে সরকার। তবে গত সোমবার থেকে রাজবাড়ীতে কারফিউ শিথিল রাখা হয়। সোমবার থেকেই দিনের প্রায় ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হতে শুরু করে জনজীবন এবং চলাচল করে অভ্যন্তরীণসহ দূরপাল্লার বাস।


কারফিউ শিথিল থাকায় গতকাল বুধবার (২৪ জুলাই) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। এছাড়া রাজবাড়ীর সড়ক, হাট-বাজার, অফিস-আদালতসহ সর্বত্র ছোট বড় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বেড়েছে এবং জেলা শহরে খোলা রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।


এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ৩ টা থেকে রাজবাড়ী জেলা শহরের বড়পুল মোড়ে বিএনপির মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির নেতৃত্বে কয়েক শত শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করে। এসময় কয়েক দফা বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।


পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় কাজে বাঁধা দেওয়ার অভিযোগে রাজবাড়ী সদর থানায় ১৮ জনের নাম উল্লেখ সহ আরও ২০০/২৫০ জন কে অজ্ঞাত আসামি করে পুলিশ একটি মামলা করে।


বিবার্তা/মিঠুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com