
নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের এক নেতা ও জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামীর কর্মী হলেন কালিয়া উপজেলার হেদায়েতপুর গ্রামের পিকুল শেখ (৪০) ও ছাত্রনেতা উপজেলার খড়রিয়া গ্রামের মাহফুজুর রহমান বিশ্বাস (২৮)। তিনি কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
২৫ জুলাই, বৃহস্পতিবার সকালে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২৪ জুলাই) রাতে কালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে উপজেলার ইলিয়াসবাদ ও সালামাবাদ ইউপির মধ্যবর্তী স্থানে কতিপয় ছাত্রদল ও জামায়াত শিবির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এসময় পুলিশ দেখে তারা দৌড়ে পালালেও পুলিশ পিকুল শেখ ও মাহফুজুর রহমান বিশ্বাসকে গ্রেফতার করে।
পরে তাদের বিরুদ্ধে কালিয়া থানায় একটি নাশকতা মামলা হয়েছে। কোটা আন্দোলন শুরুর পর থেকে নড়াইল জেলায় এটি প্রথম মামলা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম আহমেদ বলেন, একজন ছাত্রনেতা ও একজন জামায়াত কর্মীকে নাশকতার পরিকল্পনায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]