
রাজবাড়ীতে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে চাপা দেয়ার ঘটনায় মোটরসাইকেল চালক মো. আবুল হাসান মোল্লাকে (৪৩) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৪ জুলাই) দুপুরের দিকে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখারুল আলম প্রধান।
মোটরসাইকেল চালক মো. আবুল হাসান মোল্লা রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ এলাকার মৃত আবুল বাশার মোল্লার ছেলে।
এর আগে গতকাল (বুধবার) সকালে আহত পুলিশ কনস্টেবল মো. জাহিদ খান বাদী হয়ে রাজবাড়ী থানার একটি মামলা করেন।
জানা যায়, গত মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌর মার্কেটের সামনে সার্জেন্ট খায়রুল আলমের সঙ্গে ট্র্যাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন। ওই সময় মোটরসাইকেল চালক মো. আবুল হাসান মোল্লাকে থামতে সিগন্যাল দেয়া হয়। তিনি তাকে ধাক্কা দিয়ে বাইক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
তখন চালক আবুল হাসানকে আটক করে গাড়ির কাগজপত্র দেখাতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন তিনি। সেই সঙ্গে তার গাড়ি সচল করে পায়ের তুলে দেন। পরে পাকা রাস্তার ওপর ছিটকে পরেন কনস্টেবল জাহিদ। এতে দুই হাঁটু, হাত ও মাথাসহ গুরুতর জখম হন তিনি।
রাজবাড়ী থানার উপপরিদর্শক মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালক মো. আবুল হাসান মোল্লাকে গ্রেফতার করা হয়।
বিবার্তা/মিঠুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]