
সুনামগঞ্জের মধ্যনগরের উপজেলার পিচগাঙ সুমেশ্বরী নদী (বাইনছাপড়া) বিলে মাছ ধরাকে কেন্দ্রে করে জেলেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই, বুধবার দুপুর ২টায় মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার চামরদানি, কায়েতকান্দা, রাঙামাটিসহ ৭টি গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, চামরদানি গ্রামের বাসিন্দা সোহেল মিয়া, ফজল হক, আব্দুল হাসিম প্রমুখ।
এর আগে চামরদানি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল করিম বাদি হয়ে দুগনই গ্রামের নূর ইসলামের ছেলে সৈয়দ আলী, জুলহাস মিয়ার ছেলে লিটন মিয়া, নূর রহমানের ছেলে হিরণ মিয়া, শাহজাহান মিয়ার ছেলে শহিদুল মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়, বাইনছাপড়া বিল ও তার আশাপাশে স্থানীয় জেলেরা দীর্ঘ বছর যাবত মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত মঙ্গলবার বিকেলে বাইনছাপড়া বিলে চামরদানি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. খাইরুল ও মৃত মেন্দু মিয়ার ছেলে নূরুজ্জামান মাছ ধরতে যায়। এ সময় কান্দাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মোবারক হোসেনের নির্দেশে সৈয়দ আলী, হিরণ মিয়াসহ কয়েকজন মো. খাইরুল ও নুরুজ্জামানের ওপর হামলা চালায়। এতে মো. খাইরুল ও নূরুজ্জামান গুরুতর আহত হয়। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মানববন্ধনে বক্তারা বিলের সীমানা নির্ধারণ করে জেলেদের মাছ ধরার সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত মোবারক হোসেনের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]