
শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে মঙ্গলবার (১৭ জুলাই) রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি মালোপাড়া পুলিশ ফাঁড়ি অতিক্রম করে সোনাদীঘি মোড় হয়ে ভুবনমোহন পার্ক সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রদলের নেতাকর্মীরা দিকবেদিক ছোটাছুটি করে পালিয়ে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় মিছিলে অংশগ্রহণ করা ৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোও আটক হয়েছে
বিবার্তা/মোস্তাফিজুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]