খাগড়াছ‌ড়িতে পা‌নিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৯:১১
খাগড়াছ‌ড়িতে পা‌নিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পানিতে ডুবে মো. সাইফুল ইসলাম (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


১৭ জুলাই, বুধবার দুপুরে মা‌টিরাঙ্গা পৌরসভার লাতু লিডারপাড়া চৌধুরীর লেকে‌ এ ঘটনা ঘটে।


নিহত সাইফুল মা‌টিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড ফ‌রিদ ডিলারপাড়ার কৃষক জয়নাল আব‌দীনের ছেলে। সাইফুল ইসলাম মা‌টিরাঙ্গা মিউনি‌সিপল স্কুল এন্ড ক‌লে‌জের ৭ম শ্রেণির ছাত্র।


বিষয়‌টি নি‌শ্চিত করে‌ন ওয়ার্ড কাউ‌ন্সিলর মো. আলমগীর হোসেন।


তি‌নি জানান, দুপুরে বন্ধুদের সাথে ‌গোসল করতে লেকে নামে এই শিক্ষার্থী। সাঁতার না জানায় গোস‌ল করার সময় সাইফুল পা‌নিতে ত‌লিয়ে যায়। তার সাথে থাকা অপর ২ বন্ধু খবর দিলে এলাকার লোকজ‌ন গিয়ে তাকে উদ্ধার করে মা‌টিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর বলেন, লাশের সুরতহাল শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণে কার্যক্রম চলছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com