
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৬ জুলাই, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে খড়খড়ী বাইপাস সংলগ্ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করে তারা।
তারা এ সময় ‘মেধা না কোটা, মেধা মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’ ইত্যাদি বলে স্লোগান দেন।
এসময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। পাশাপাশি এদিন বিকেল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের যোগ দেবার ঘোষণা দেন তারা।
বিবার্তা/মোস্তাফিজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]